কোতোয়ালী থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংকের হতে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। সেসময় ২টি বিদেশি অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এসএমএসে এ তথ্য জানানো হয়।
গত ১০ মে পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে মতিঝিলে ফিরছিল ন্যাশনাল ব্যাংকের একটি গাড়ি। চালকের পাশাপাশি একজন কর্মকর্তা এবং দুজন নিরাপত্তাকর্মী ছিলেন ওই গাড়িতে। পুরান ঢাকার বাবুবাজার আসার পর গাড়ির একজন নিরাপত্তাকর্মী দেখতে পান ৮০ লাখ টাকার চারটি বস্তা নেই। ওই ঘটনায় ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তা বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
টিবিজেড/

