Site icon Jamuna Television

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের ইউরোলজি বিশেষজ্ঞ ডাঃ মনজুর রশীদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার দুপুরে মারা গেছেন। এ নিয়ে দেশে মোট ১২ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

ডাঃ মনজুর রশীদ চৌধুরী ১৫ দিন আগে করোনা আক্রান্ত হন এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। গত তিন দিন ধরে তিনি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন।

ডাঃ মনজুর রশীদ চৌধুরী ওসমানী মেডিকেল কলেজের ১৪ তম ব্যাচের ছাত্র ছিলেন। ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সিনিয়র কলসালটেন্ট ছিলেন।

টিবিজেড/

Exit mobile version