Site icon Jamuna Television

এ বছরের হজযাত্রা বাতিল করেছে ইন্দোনেশিয়া

করোনাভাইরাস নিয়ে উদ্বেগে, এ বছর সৌদি আরবে হজযাত্রা বাতিল করেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে মক্কায় যান কয়েক লাখ মানুষ। কোটা পদ্ধতির কারণে জীবনে একবার হলেও পবিত্র হজ পালনে, একেকজন ইন্দোনেশীয়কে অপেক্ষা করতে হয় গড়ে ২০ বছর করে।

জাকার্তা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর অপেক্ষমান ছিলেন দুই লাখ ২১ হাজার নাগরিক। এদের ৯০ শতাংশ হজের নিবন্ধনও করে ফেলেছিলেন।

ছোঁয়াচে ভাইরাসের বিস্তার রোধে, পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত ওমরাহ এবং হজ আগেই স্থগিত করেছে সৌদি সরকার। যদিও এ বছর হজ বাতিলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও। প্রতি বছর গড়ে ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে হজ পালন করেন।

টিবিজেড/

Exit mobile version