Site icon Jamuna Television

দেশে করোনা আক্রান্ত হয়ে প্রথম রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে করোনা আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের আইসোলেশন সেন্টারে ৩০ মে চিকিৎসাধীন অবস্থায় এই রোহিঙ্গা বৃদ্ধের মৃত্যু হয়। মারা যাওয়া রোহিঙ্গা কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। আজ মিডিয়াকে এই মৃত্যুর তথ্য জানানো হয়।

এই প্রথম কোন রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।

তিনি জানান, ইতোমধ্যে ২৯ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সের রয়েছে। তাদেরকে ক্যাম্পের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ মারা যান।

তিনি আরো জানান, একজন আক্রান্ত ব্যক্তির কন্টাক্ট ট্রেসিং করতে গিয়ে কয়েকদিন আগে এই বৃদ্ধকে শনাক্ত করা হয়। রোববার তার নমুনা পরীক্ষা করতে পাঠানো হলে সোমবার তার রিপোর্ট পজেটিভ আসে।

টিবিজেড/

Exit mobile version