Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৭ জনের বিষয়ে যা জানানো হয়েছে

করোনায় মৃত ৩৭, যা জানানো হয়েছে তাদের বিষয়ে

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭০৯ জনের মৃত্যু হয়েছে। করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯১১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ। এদিকে সুস্থ হয়েছে ৫২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫, সিলেটে ৪, বরিশালে ৩, রাজশাহী ২ এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।

এদের মধ্যে, ২৮ জন হাসপাতালে ও ৯ জন  বাসায়  মারা গেছেন। এছাড়া, নতুন মৃতদের ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী।

মৃতদের বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১০, ৮১ এর ওপর ২ জন মারা গেছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪,৯৫০টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৪টি।

আজ মঙ্গলবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল সোমবার দেশে ২ হাজার ৩৮১ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২২ জন।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version