Site icon Jamuna Television

টঙ্গীতে শিক্ষার্থীর আত্মহত্যা

গাজীপুর সদর হাসপাতাল।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার রাতে টঙ্গীর আরিচপুর ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ফারজানা আক্তার (১৭) মাদারীপুর জেলার চন্দ্রস্নান গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। ফারজানা টঙ্গীর আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

পরিবারে বরাত দিয়ে পুলিশ জানায়, ফারজানা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জরিয়ে পড়ে। ঘটনার দিন রাতে মুঠোফোনে প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

Exit mobile version