Site icon Jamuna Television

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু

নিহত সোহরাওয়ার্দী ভূঁইয়া।

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহরাওয়ার্দী ভূঁইয়া। তিনি (কুবি) নৃবিজ্ঞান ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী ভূঁইয়া বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

শোকবার্তায় রেজিস্টার অধ্যাপক ড. মোঃ আবু তাহের জানান, এমন মৃত্যু অপ্রত্যাশিত। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হারানো খুব কষ্টের। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Exit mobile version