Site icon Jamuna Television

গাজীপুরে ৫’শ টাকায় করোনা পরীক্ষা, নতুন ল্যাব চালু

গাজীপুর প্রতিনিধি:

মাত্র ৫শ’ টাকায় করোনা পরীক্ষার জন্য গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে করোনা পরীক্ষার নতুন পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।

দুপুরে ল্যাবটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক। এসময় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নির্বাহী সদস্য মেজর জেনারেল আব্দুল হাফিজ মলি­ক, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম এবং গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

ল্যাবটিতে প্রতিদিন ৩ শতাধিক নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যার ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে দেয়া সম্ভব। অন্যান্য বেসরকারি হাসপাতালে সরকার নির্ধারিত ফি ৪ হাজার টাকা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে এ হাসপাতালে মাত্র ৫শ’ টাকায় করোনা পরীক্ষা করা হবে।

এছাড়া ল্যাবটি স্থাপনের ফলে করোনা প্রতিরোধে সরকারের সহায়ক হিসেবে কাজ করবে বলে উদ্বোধন শেষে মত ব্যক্ত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক।

Exit mobile version