Site icon Jamuna Television

জামালপুরে দুই বোন হত্যা: অন্ধকারে পুলিশ

প্রায় দশ ঘন্টা হতে চললেও জামালপুরে দুই বোন খুনের রহস্য জানাতে পারেনি পুলিশ।

ঢাকা থেকে ঘটনাস্থল দেউলিয়াবাড়ী গ্রামের উদ্দেশে রওনা দিয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিআইবির একটি টিম। সবশেষ তথ্য অনুযায়ী, পুলিশ বলছে, প্রতিবেশী শিক্ষক জিয়াউল ইসলামের কাছে প্রাইভেট পড়ে সকাল সাড়ে ছয়টা নাগাদ বাড়ি ফেরে বড় বোন ভাবনা। এর কিছুক্ষণ পর পারিবারিক কাজে জামালপুর সদর থেকে বাড়ি ফিরে দুই মেয়ে লুবনা ও ভাবনার গলাকাটা লাশ দেখতে পান মা তছলিমা। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। ভাবনা নবম এবং লুবনা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তাদের বাবা মো. শামীম মালয়েশিয়া প্রবাসী।

Exit mobile version