Site icon Jamuna Television

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বরাদ্দ কমাচ্ছেন ট্রাম্প

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী, জাতিসংঘের ত্রাণ সংস্থার অর্থ সহায়তা প্রায় অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সহায়তা কাটছাটের ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA-এর জন্য বার্ষিক ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সহয়তা বরাদ্দ থাকলেও, সেটি কমিয়ে ৬ কোটি ৫০ লাখে লাখে নামিয়ে আনা হলো। মানবাধিকারকর্মীরা বলছেন, এ সিদ্ধান্তে ভয়াবহ হুমকিতে পড়বে ফিলিস্তিনি শরণার্থীরা।

১৯৪৮ সালের আরব-ইসরায়েল সংঘাতের জেরে উদ্বাস্তু হয়ে পড়া ফিলিস্তিনিদের সহায়তার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয় ত্রাণ সংস্থাটি। গেল ৭০ বছর ধরেই লেবানন, জর্ডান এবং সিরিয়ায় থাকা প্রায় ৫০ লাখ ফিলিস্তিনিকে সহায়তা দিচ্ছে সংস্থাটি।

যমুনা অনলাইন: এম আই আর/

Exit mobile version