Site icon Jamuna Television

অনুশীলনে ফিরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

আজ থেকে মাঠের অনুশীলনে ফিরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রাজধানী কলম্বোয় ১২ দিনের এই আবাসিক ক্যাম্পে অংশ নিচ্ছে ১৩ ক্রিকেটার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ এ স্বাস্থ্য বিধি মেনে এই অনুশীলন সেশন চলছে বলে জানিয়েছে দেশটির বোর্ড। মূলত তিন ফরমেটেই খেলে থাকেন এমন ক্রিকেটারদেরকে ক্যাম্পে ডেকেছেন কোচ মিকি আর্থার। অনুশীলন মাঠ সংলগ্ন একটি হোটেলে অবস্থান করছেন ক্রিকেটাররা।

এদিকে, জুনে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার জন্য ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে। এরপর জুলাইয়ে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে। যদিও, এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি বিসিবি।

Exit mobile version