
চট্টগ্রামে বাসে আগুন লেগে দগ্ধ হয়েছে আরমান নামে এক হেলপার। ভোরে শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকায় বাস পার্কিং করে ঘুমিয়েছিল আরমান। রাতে আগুন লাগলে বাসে আটকা পড়েন তিনি। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আরমানের দেহের প্রায় ১২ শতাংশ পুড়ে গেছে।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যমুনা অনলাইন: এম আই আর/



Leave a reply