Site icon Jamuna Television

অন্তঃসত্ত্বা নাতাশাকে বিয়ে করলেন হার্দিক পান্ডিয়া

নাতাশা স্ট্যানকোভিক ও হার্দিক পান্ডিয়া। ছবি: সংগৃহীত

অন্তঃসত্ত্বা নাতাশা স্ট্যানকোভিচ। সেই কারণেই লকডাউনের মধ্যে তড়িঘড়ি সার্বিয়ান মডেল তথা বলিউড অভিনেত্রীর সঙ্গে ঘর বাঁধেন হার্দিক পান্ডিয়া। তবে খুশির খবর হার্দিক পান্ডিয়া এটি লুকিয়ে রাখেননি। বিয়ের খবরের পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, শিগগিরই তাদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি।

হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের খুশির খবর পেয়ে তাদের শুভেচ্ছা জানান সার্বিয়ান মডেলের প্রাক্তন বন্ধু আলি গোনি। সেই সঙ্গে ওই দুজনের ছবি দেখে ভালোবাসাও প্রকাশ করেন আলি।

এদিকে ২০২০ সাল শুরু হওয়ার দিনই ভাসমান ইয়টে নাতাশার সঙ্গে আঙটি বদল সারেন হার্দিক পান্ডিয়া। ওইদিন নাতাশা এবং হার্দিক চুপিসারেই বাগদান পর্ব সেরে ফেলেন। তবে সেই ছবি প্রকাশ্যে আসার পরই হু হু করে তা ভাইরাল হয়ে যায়।

Exit mobile version