Site icon Jamuna Television

করোনা টেস্ট বুথ নিয়ে তিতুমীর কলেজে সংঘর্ষ

সরকারি তিতুমীর কলেজে স্থাপিত করোনা টেস্ট বুথের স্বেচ্ছাসেবীদের সাথে কলেজের কর্মচারীদের সংঘর্ষ হয়েছে। গতকাল রাত পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবীরা অভিযোগ করে বলেন, কলেজের কর্মচারীরা অনেকদিন ধরে তাদের সাথে অসহযোগীতামূলক আচরণ করছে। তাদের মনোভাব এমন, যেন এই কলেজ প্রাঙ্গন থেকে করোনা টেস্টের জন্য স্থাপিত বুথ গুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয়। মূলত সেই তিক্ততা থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে মনে করছে পুলিশ।

স্বেচ্ছাসেবীরা জানায়, কর্মচারীদের হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। যাদের পরবর্তীতে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে স্বেচ্ছাসেবীরা কিছুক্ষণ তিতুমীর কলেজের সামনের রাস্তাটি অবরোধ করে রাখে। পরে পুলিশের অনুরোধে তারা রাস্তাটি ছেড়ে দেয়।

Exit mobile version