Site icon Jamuna Television

আজ থেকে নামছে আরও ১১টি ট্রেন

ফাইল ছবি

আজ থেকে নামছে আরও ১১টি ট্রেন। ফলে সারা দেশে ১৯টি ট্রেন চলাচল করবে।

সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে প্রথম ছেড়ে যায় তিস্তা এক্সপ্রেস। সকাল পৌনে এগারোটায় আরেকটি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। এছাড়া রাজধানী থেকে আজ ১৪টি আন্তঃনগর ট্রেন ছাড়ার কথা রয়েছে। দু-একজন যাত্রী ছাড়া অধিকাংশ যাত্রীই মাস্ক পড়েছেন। রেলের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরাও সন্তোষ প্রকাশ করেছেন। তবে কারো কারো মাঝে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ট্রেনে ওঠার আগে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করার ব্যাপারে সচেতন রয়েছেন বলে জানান কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম।

Exit mobile version