Site icon Jamuna Television

রাজধানীর সড়কে বাড়ছে ভিড়

করোনা মহামারির মধ্যেই জীবনের প্রয়োজনে ঘর থেকে বের হতে শুরু করেছে মানুষ। বাস-ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য পরিবহন চলাচল শুরু করায় ভিড় বাড়তে শুরু করেছে সড়কগুলোতে।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ দেখা গেছে। ঢাকা এখনও আগের রূপে না ফিরলেও সিগন্যালগুলোতে ছিলো গাড়ির সারি। বাসগুলোতে সরকারি নির্দেশনা মেনে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

চালকরা বলছেন, সরকারি-বেসরকারি অফিস পুরোদমে চালু না হওয়ায় যাত্রী কম। এখন পর্যন্ত গণপরিবহনগুলো স্বাস্থ্যবিধি মেনে চলায় যাত্রীরাও নিরাপদ মনে করছেন। তবে বর্ধিত ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

Exit mobile version