Site icon Jamuna Television

উপজেলা ও পৌরসভা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রিতে হাইকোর্টের নির্দেশ

উপজেলা ও পৌরসভা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ এই আদেশ দেন। জনস্বার্থে গত ১৬ মে ‘ল এন্ড লাইফ ফাউন্ডেশনের’ পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব রিটটি দায়ের করেছিলেন।

আদেশে, এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির চেয়ারম্যানকে বলা হয়েছে।

একইসঙ্গে, টিসিবির পণ্য দেশের উপজেলা ও পৌরসভা এলাকায় বিক্রির বিষয়ে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে ১১ জুন জানাতে বলা হয়েছে।

Exit mobile version