Site icon Jamuna Television

সচেতনতার প্রাচীর গড়ে না তুললে সরকার আরও কঠোর হতে বাধ্য: সেতুমন্ত্রী

জনগণ সচেতনতার প্রাচীর গড়ে তুলতে না পারলে সরকার আরও কঠোর হতে বাধ্য হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে সংসদভবন এলাকাস্থ বাসভবনে ঢাকা মেট্রোরেল প্রকল্পের সংশ্লিষ্টদের সাথে এক ভিডিও কনফারেন্সে তিনি একথা জানান।

তিনি বলেন সংক্রমিত এলাকা নিয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন কর্মপরিকল্পনা পাওয়া গেলে যাচাই বাছাই করে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আহ্বান সত্ত্বেও কিছু কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, যা সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

এটি অন্য সকলের জন্যও ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে বলে জানান তিনি।

Exit mobile version