Site icon Jamuna Television

সিলেটে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় মামলা

সিলেটে শ্রমিকদের সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। দক্ষিণ সুরমা থানায় পুলিশের পক্ষে একজন উপ-পরিদর্শক বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫শ’র অধিক ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এর আগে, গতকাল বিকেলে শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা নিয়ে বিবাদের জেরে কেন্দ্রীয় বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দু’পক্ষ। আহত হয় এক পুলিশ সহ অন্তত ২০ শ্রমিক। ভাংচুর করা হয় কয়েকটি যানবাহন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক শ্রমিক কল্যাণ ফান্ডের দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন- এমন অভিযোগে বেশ কিছুদিন ধরেই বিবাদে জড়িয়েছে শ্রমিকদের দুটি পক্ষ।

ঈদের আগে করোনা পরিস্থিতিতে বিপদগ্রস্থ শ্রমিকদের আর্থিক সহায়তার উদ্যোগ নেয়া হয়। এসময় অর্থ আত্মসাতের অভিযোগটি সামনে আসে।

Exit mobile version