Site icon Jamuna Television

দায়িত্ব অবহেলার অভিযোগে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোটার:

সিরাজগঞ্জের দুইটি মহাসড়কে উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল ও প্রাণহানির ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খাইয়রুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। হাইওয়ে পুলিশ সুপার, বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে বুধবার সকালে তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করার পর হাইওয়ে পুলিশের বগুড়া আঞ্চলিক কার্যালয়ে তাকে সংযুক্ত করা হয়। তথ্যটি হাইওয়ে পুলিশের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বুধবার নিশ্চিত করেন।

এদিকে, প্রত্যাহারকৃত ওসির বিপরীতে স্থলাভিষিক্ত হচ্ছেন পঞ্চগড় জেলার তেতুঁলিয়া হাইওয়ে থানার ইন্সপেক্টর মো: নুরুন্নবী।

উল্লেখ্য, সিরাজগঞ্জের মহাসড়কে বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসে অনৈতিকভাবে যাত্রী পারাপারে সুযোগ প্রদান এবং অবৈধ থ্রি-হুইলার, কাটা-মাইক্রো, নসিমন ও করিমনসহ পণ্যবাহী ট্রাকে যাত্রী চলাচলের বিপরীতে চাঁদাবাজির অভিযোগ উঠে ওসি খাইরুল ইসলামের বিরুদ্ধে। এমনকি স্থানীয় একটি দালাল চক্রের সিন্ডিকেট হাটিকুমরুল মোড়ে প্রতিদিনই পরিবহনে ব্যাপক চাঁদাবাজি করলেও অজ্ঞাত কারণেই এড়িয়ে চলতেন ওসি। এসব নিয়ে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ যায় ঊর্ধ্বতন বরাবর।

Exit mobile version