Site icon Jamuna Television

শুভ জন্মদিন বেন স্টোকস

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের ২৯তম জন্মদিন আজ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেন তিনি। এরপর ১২ বছর বয়সে উত্তর ইংল্যান্ডে চলে আসেন এবং সেখানে ক্রিকেট খেলা শিখেন।

২০১১ সালের ২৫ আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে।

২০১৩ সালের অ্যাশেজ সিরিজে তার টেস্ট অভিষেক। অভিষেক সিরিজে চার টেস্টে ২৭৯ রান করার পাশাপাশি ১৫ উইকেট নেয়া স্টোকস এখন সব ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তার হাত ধরেই গত বছর প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এ বছর আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টোকস।

টিবিজেড/

Exit mobile version