Site icon Jamuna Television

পুলিশে করোনায় আক্রান্ত সাড়ে পাঁচ হাজার ছাড়াল

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে মাঠে দায়িত্বরত পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বুধবার পর্যন্ত সারাদেশে পুলিশে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৫০৭ জন। এর মধ্যে ডিএমপিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ৭২৮ জন। এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন।

বুধবার নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও ৩০ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। করোনা উপসর্গ নিয়ে এসব পুলিশ সদস্যগণ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত কয়েক ধাপে সুস্থ হলেন দুই হাজারেরও বেশি করোনায় আক্রান্ত পুলিশ সদস্য।

টিবিজেড/

Exit mobile version