Site icon Jamuna Television

সাইবেরিয়ায় জ্বালানি তেল বিপদজনকভাবে ছড়িয়ে পড়েছে নদীতে

সাইবেরিয়ায় জ্বালানি তেল বিপদজনকভাবে ছড়িয়ে পড়েছে নদীতে

সাইবেরিয়ার নরিলস্ক অঞ্চলে এক দুর্ঘটনায় একটি বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তেল বিপদজনকভাবে ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি নদীতে। সরকারি হিসেব মতে বিদ্যুৎ কেন্দ্রের মজুদ প্রায় ৯০ শতাংশ বা ২০ হাজার টন ডিজেল পানিতে ছড়িয়েছে।

যা বিভিন্ন নদী হয়ে আর্কটিক সাগরে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। অঞ্চলটিতে জরুরী অবস্থা ঘোষণা করেছে রুশ প্রশাসন। দুর্ঘটনার দু’দিন পর তেল শোধনের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে ভিডিও কলে গভর্নরের প্রতি ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।

বিদ্যুৎ কেন্দ্রটি রাজধানী মস্কো থেকে দুই হাজার ৯০০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। দুর্গম অঞ্চল হওয়ায় তেল শোধনের কাজ ব্যহত হচ্ছে বলে দাবি স্থানীয় প্রশাসনের।

এদিকে পরিবেশবিদদের দাবি, দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১৩ মিলিয়ন ইউএস ডলার।

Exit mobile version