Site icon Jamuna Television

করোনা: হাইড্রোক্সিক্লোরোকুইনে মৃত্যুঝুঁকি বাড়ার প্রমাণ পায়নি ডব্লিউএইচও

করোনা: হাইড্রোক্সিক্লোরোকুইনে মৃত্যুঝুঁকি বাড়ার প্রমাণ পায়নি ডব্লিউএইচও

করোনাভারাসের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনে মৃত্যুঝুঁকি বাড়ার প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ অবস্থায় আবারও ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগ শুরুর পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মহামারির শুরু থেকেই অনেক চিকিৎসক করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগের পরামর্শ দেন। এ ওষুধের পক্ষে সবচেয়ে বেশি সরব ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে সম্প্রতি দুটি চিকিৎসাবিজ্ঞান সাময়িকীর গবেষণায়, এর সাফল্য নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনকি এটি প্রয়োগে হিতে বিপরীত হওয়ার সতর্কতাও দেন গবেষকরা। বলা হয় হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগে করোনা আক্রান্তদের মৃত্যুঝুঁকি বাড়ে।

এরপরই ২৫ মে ওষুধটির প্রয়োগ স্থগিতের পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সিদ্ধান্ত পরিবর্তন করে এখন সংস্থাটি বলছে স্বাস্থ্যঝুঁকি বাড়ার প্রমাণ মেলেনি।

Exit mobile version