Site icon Jamuna Television

ব্রিটেনে করোনাভাইরাসে মৃত্যুর উচ্চঝুঁকিতে বাংলাদেশিরা

করোনাভাইরাসে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা মৃত্যুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। ইংল্যাণ্ডের জনস্বাস্থ্য দফতর পিএইচই-র এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসি বাংলা।

জরিপে বলা হয়, বয়স ও লিঙ্গ বাদ দিলে কোভিড-১৯ এ মারা যাবার সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূতদের। এই মৃত্যুর ঝুঁকি শ্বেতাঙ্গ ব্রিটিশদের থেকে দ্বিগুণ।‍

এছাড়া ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান দফতর ওএনএস’র এক জরিপে প্রায় একই রকম তথ্য পাওয়া গেছে।

ওই জরিপে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণে কৃষ্ণাঙ্গদের মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি– যা শ্বেতাঙ্গদের তুলনায় ১ দশমিক ৯ গুণ। তার পরই আছেন বাংলাদেশিরা– তাদের মৃত্যুর ঝুঁকি শ্বেতাঙ্গদের তুলনায় ১ দশমিক ৮ গুণ। জরিপে বলা হয়েছিল, স্বাস্থ্যগত সমস্যা, বসবাসের পরিবেশ এবং পেশা– এ সবকিছুই এই উচ্চ মৃত্যুহারের পেছনে ভুমিকা রাখতে পারে।

ব্রিটেনে এক হাউজিং সার্ভে দেখা গেছে, এক বাড়িতে গাদাগাদি করে অধিক সংখ্যক লোক থাকার হার বাংলাদেশি পরিবারগুলোতে সবচেয়ে বেশি। বাংলাদেশিদের ৩০ শতাংশ বাড়িতেই অতিরিক্ত সংখ্যক লোক থাকেন। পাকিস্তানি বাড়িগুলোতে এ হার ১৬ শতাংশ, কৃষ্ণাঙ্গদের মধ্যে ১২ শতাংশ। শ্বেতাঙ্গদের বাড়িতে হার মাত্র ২ শতাংশ।

এসবের কারণে ব্রিটেনে বাংলাদেশিরা করোনা আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

টিবিজেড/

Exit mobile version