Site icon Jamuna Television

লকডাউনে বাড়ি ফিরতে মোটরসাইকেল চুরি, বাড়ি পৌঁছে পার্সেল করে ফেরত!

লকডাউনে বাড়ি ফেরার জন্য অনেকে অনেক ধরনের পথ বেছে নিয়েছেন। কেউ হেঁটে বা কেউ সাইকেল চালিয়ে বাড়ি ফিরেছেন। এবার এক শ্রমিক বাড়ি ফিরতে মোটরসাইকেল চুরি করেন। পরে বাড়ি ফিরে ১৩ হাজার ৪০০ টাকা দিয়ে পার্সেল করে মালিকের কাছে সেই বাইকটি ফেরত পাঠান। এ ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। খবর সংবাদ প্রতিদিন।

জানা যায়, চায়ের দোকানে কাজ করে প্রশান্ত। লকডাউনে বিক্রি না থাকায় বাড়ি ফিরে যেতে চান। কিন্তু পরিবারের সবাইকে নিয়ে কীভাবে যাবে এই নিয়ে চিন্তিত ছিলেন। শেষে এক ওয়ার্কশপ মালিক ভি সুরেশ কুমারের বাইকটি চুরি করে বাড়ি ফিরে প্রশান্ত।

এদিকে বাইক চুরি যাওয়ায় ভেঙে পড়েন সুরেশ। থানায় চুরির অভিযোগও দায়ের করেন। পুলিশ জানায় করোনা পরিস্থিতি সামাল দিতে তারা ব্যস্ত। এখন বাইক চুরির তদন্ত করতে পারবে না।

সুরেশ ভেবেছিলেন টাকার জন্যই হয়তো প্রশান্ত বাইক চুরি করে। সব ধারণা ভুল প্রমাণ করে সপ্তাহ দুয়েক পর নিজের বাইক সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে পায় সুরেশ। বাড়ি পৌঁছনোর পর নিজের গ্রাম থেকে ১৩ হাজার ৪০০ টাকা দিয়ে পার্সেল করে প্রশান্ত সেটি ফেরত পাঠিয়েছে।

পরে সুরেশ জানায়, বাইকটি তাঁর সম্পূর্ণ ঠিক আছে। কোনও ক্ষতি হয়নি। এরপর তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন।

টিবিজেড/

Exit mobile version