Site icon Jamuna Television

দেশে ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২৩ জনের করোনা শনাক্ত, মারা গেছেন আরও ৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৫ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৭৮১ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮৮ নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৪ টি। দেশে মোট ৩ লাখ ৫৮ হাজার ২৭৭ নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল বুধবার ২ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

টিবিজেড/

Exit mobile version