Site icon Jamuna Television

নরসিংদীতে বাড়ির আঙ্গিনায় বাগান করে গাঁজার চাষ

মাদক ব্যবসায়ী খলিল মিয়ার বাড়ির আঙ্গিনায় বাগান করে গাঁজার চাষ।

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশে বাড়ির আঙ্গিনায় বাগান করে গাঁজার চাষ করার সন্ধান পেয়েছে থানা পুলিশ। সেখান থেকে ২৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পলাশ থানাধীন নোয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজার গাছ উদ্ধার করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোয়াকান্দা পশ্চিমপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী খলিল মিয়া তার বাড়ির আঙ্গিনায় বাগান করে গাঁজা গাছের চাষ করে এলাকায় বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পলাশ থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান হামিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেখানে অভিযান চালায়।

এসময় বাড়ির আঙ্গিনায় চাষ করা ২৫টি গাঁজার গাছ (১৪ কেজি) উদ্ধার করা হয়। পুলিশি অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী খলিল মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক খলিল মিয়াকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version