Site icon Jamuna Television

নাটোরে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাখাওয়াত হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাখাওয়াত হোসেন উপজেলার উপলশহর গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে। তিনি বড়াইগ্রাম ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ও ভুক্তভোগী শিশুর পরিবারের লোকজন জানান, গত ২২ মে সাখাওয়াতের বাড়ির সদস্যরা সবাই আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এই সুযোগে তিনি তাদের কাজের মেয়ে শিশুটিকে পা টেপার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শিশুটি দৌড়ে বাড়ি চলে যায়।

পরে স্থানীয় একটি মহল বিষয়টি গোপনে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তবে ঘটনার ১৩দিন পর বিষয়টি প্রকাশ হয়ে গেলে ভুক্তভোগীর মা সাখাওয়াতকে আসামি করে মামলা দায়ের করেন। পরে সাখাওয়াতকে গ্রেফতার করে পুলিশ।

Exit mobile version