Site icon Jamuna Television

জয়পুরহাটে চিনিকল শ্রমিকদের বেতনের দাবিতে বিক্ষোভ

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিলে শ্রমিকরা।

জয়পুরহাট প্রতিনিধি:

করোনা প্রার্দুভাবকে উপেক্ষা করে জয়পুরহাটে চিনিকল শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার সকালে চিনিকল থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিনিকল চত্ত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক শাকী মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন, মৌসুম সময়ের বকেয়া বিল, মজুরি কমিশনের বকেয়া এরিয়া বিল বকেয়া থাকলেও মিলের কর্মকর্তারা বেতন ঠিকই নিচ্ছেন। শ্রমিকদের উৎপাদিত ১৬ কোটি টাকার চিনি ও মোলাসেস মজুদ থাকার পরেও শ্রমিকরা বেতন পাচ্ছে না। মানবেতর জীবনযাপন করছে। এক সপ্তাহের মধ্যে বেতন দেয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন শ্রমিক নেতারা।

Exit mobile version