Site icon Jamuna Television

পাবনায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

ছবি: প্রতীকী

নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনায় পৃথক উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সাত বছরের এক শিশু।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে জেলার আটঘরিয়া, চাটমোহর, সুজানগর ও আতাইকুলা ৫ জন বজ্রপাতে আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর ৪ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতব্যক্তিরা হলেন, আটঘরিয়ার চাঁদভা চকপাড়া গ্রামের লবা’র ছেলে হাশেম (৩৭), সুজানগর উপজেলার শানিতপুর দুলাই গ্রামের রওশন আলীর ছেলে জলিল আলী সরদার (৫০), চাটমোহর উপজেলার হান্ডিয়াল কান্নি গ্রামের ইউনুছ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) ও আতাইকুলা তেলে গ্রামের মনিরুলজ্জামান মনি (১৯)।

আহত শিশু হৃদয় (৭)কে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, নিহতদের মধ্যে ৩ জন মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিলো অপর একজন মাঠে ঘুড়ি উড়াচ্ছিল।

Exit mobile version