Site icon Jamuna Television

সাতক্ষীরায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় হতদরিদ্র পরিবারের ১৬ বছরের এক কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ধর্ষক সোহাগ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তালা থানা পুলিশ উপজেলার মহান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধর্ষক সোহাগ সরদার (২৫) উপজেলা মহান্দি গ্রামের হায়দার সরদারের ছেলে। পুলিশ জানায়, গত ২৯ মে শুক্রবার বেলা ১২টার দিকে তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের ওই শিশুটির হত দরিদ্র মা ও তার পিতা মাঠে কৃষিকাজ করতে যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে সোহাগ তাদের বাড়িতে যায়।

এরপর লম্পট সোহাগ ওই কন্যা শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরদিন শনিবার শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক সোহাগের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের এ মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ধর্ষক সোহাগ হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version