Site icon Jamuna Television

সরকারের সমালোচনা করা বিএনপির রুটিন ওয়ার্ক: কাদের

ফাইল ছবি।

সরকারের সমালোচনা করাকে নিত্য রুটিন ওয়ার্কে পরিণত না করতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের সময় এ আহ্বান জানান তিনি। কাদের বলেন, অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা করোনা সংকটকে আরও ঘনীভূত করবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় কিছু কিছু হাসপাতালের বিরুদ্ধে করোনা রোগীদের উপেক্ষা করার অভিযোগ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের হাসপাতালগুলোকে এ বিষয়ে আরও মানবিক হওয়ার আহ্বান জানান।

Exit mobile version