Site icon Jamuna Television

এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের

কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভ, সেনাবাহিনীকে মাঠে নামানোর হুমকি ট্রাম্পের

বর্ণবাদ বিরোধী আন্দোলন ইস্যুতে এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ঠুকে দিলো আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। বৃহস্পতিবার ওয়াশিংটন ফেডারেল কোর্টে আনুষ্ঠানিকভাবে দায়ের করা হয় মামলাটি।

অভিযুক্তদের তালিকায় রয়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ও গোটা প্রশাসন। অভিযোগপত্রে বিক্ষোভকারীদের মানবাধিকার লঙ্ঘনের দাবি করা হয়েছে।

হোয়াইট হাউজের সামনে আন্দোলনকারীদের ওপর অন্যায়ভাবে চালানো হয়েছে পুলিশী নির্যাতন। বৃহস্পতিবার জর্জ ফ্লয়েডের স্মরণে গোটা যুক্তরাষ্ট্রে পালিত হয় ৮ মিনিট ৪৬ সেকেন্ডের নীরবতা। সেখানেই তার পরিবারের নিযুক্ত আইনজীবী বলেন, বর্ণবাদের কারণেই প্রাণ হারালেন ফ্লয়েড।

এদিকে ৯ম দিনে প্রবেশ করেছে কৃষ্ণাঙ্গ হত্যার বিচারের দাবিতে চলা গণবিক্ষোভ। আটক করা হয়েছে হাজারের বেশি মানুষকে। সবচেয়ে বেশি গ্রেফতার লস অ্যাঞ্জেলস, নিউইয়র্ক, ডালাস ও ফিলাডেলফিয়ায়।

Exit mobile version