Site icon Jamuna Television

পর্তুগীজ লিগ: ড্র করেও শীর্ষে বেনফিকা

দীর্ঘ তিন মাস পর শুরু হওয়া পর্তুগীজ লিগে একদিনের ব্যবধানেই পয়েন্ট টেবিলে এলো পরিবর্তন। আগের দিন টেবিল টপার পোর্তোর হারের সুযোগ নিয়ে ড্র করে শীর্ষে এখন বেনফিকা।

অবশ্য এদিন জয়ের দেখা পায়নি পর্তুগীজ ক্লাবটি। টেবিলের নিচের সারিতে থাকা টনডেলার বিপক্ষে গোলশূন্য ড্র করে বেনফিকা। ঘরের মাঠে ম্যাচটি ছিলো দর্শকশূন্য গ্যালারীতে। তবে মাঠে ঢোকার আগে শ’খানেক দর্শক স্টেডিয়াম প্রাঙ্গনে হাজির হয়েছিলো দলকে উজ্জীবিত করতে। অবশ্য মাঠে এর প্রভাব পরেনি।

প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙ্গতে না পারায় এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বেনফিকাকে। এই ড্রয়ের ফলে ২৫ ম্যাচ শেষে পোর্তোর সমান ৬০ পয়েন্ট হলেও গোল গড়ে টেবিলের শীর্ষস্থান দখল করে বেনফিকা।

Exit mobile version