Site icon Jamuna Television

লিবিয়া ট্রাজেডি: আরও ১৬ জনের বিরুদ্ধে মামলা

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। লিবিয়ায় আটক একজন ভুক্তভোগীর বাবা সন্দেহভাজন ১৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মানবপাচার এবং সন্ত্রাস দমন আইনে মামলাটি করেন।

মামলাটি গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ২ জুন লিবিয়ায় মানব পাচারের অভিযোগে ৩৮ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। লিবিয়ায় মানবপাচারের ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলা হয়েছে।

গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানবপাচার চক্র। এছাড়া গুলিতে ১১ বাংলাদেশি আহত হন। ওই ঘটনায় পহেলা জুন মানবপাচারকারীচক্রের অন্যতম হোতা কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে র‍্যাব।

Exit mobile version