Site icon Jamuna Television

রাশিয়ায় জ্বালানি ট্যাংক দুর্ঘটনা: জরুরি অবস্থা জারি প্রেসিডেন্টের

রাশিয়ায় তেল দুর্ঘটনায় আর্কটিক শহর-নরিলস্কে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট পুতিন। ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে তদন্ত কমিটি।

দুর্ঘটনায় পাওয়ার প্ল্যান্ট প্রধানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রুশ আদালত। সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় এক কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশও দেন প্রেসিডেন্ট।

২৯ মে সাইবেরিয়ান অঞ্চলের একটি পাওয়ার প্ল্যান্টের ট্যাংক থেকে আর্কটিক সাগর ও স্থানীয় নদী-জলাশয়ে ছড়িয়ে পড়ে প্রায় ২০ হাজার টন ডিজেল। তদন্ত কমিটি প্রধান জানান, তেল ছড়িয়ে পড়ার ঘটনায় মারাত্মক দূষণ হয়েছে এলাকাটিতে। পরিবেশবাদীদের দাবি, দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ কমপক্ষে পাঁচ কোটি ডলার।

বিদ্যুৎ কেন্দ্রটি রাজধানী মস্কো থেকে দুই হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। দুর্গম অঞ্চল হওয়ায় তেল শোধনের কাজ ব্যহত হচ্ছে বলে দাবি স্থানীয় প্রশাসনের।

Exit mobile version