Site icon Jamuna Television

মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সম্পন্ন, অবস্থা স্থিতিশীল

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম- ফাইল ছবি

সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিস্কে সফল অস্ত্রপচার হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নাসিমের শারীরিক অবস্থার অবনতি হলে মস্তিস্কে অস্ত্রপচার করা হয়। আগামী ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

করোনাভাইরাসে আক্রান্ত হলে সোমবার সকালে তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে নাসিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মোহাম্মদ নাসিমের স্বাস্থ্যের খবরাখবর রাখছেন।

নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, অপারেশন চলার সময়ে প্রধানমন্ত্রী খবর নিয়েছেন। বিদেশে নিতে প্রয়োজন হলে সেভাবে প্রস্তুতি নিতে বলেছেন।

Exit mobile version