Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ৮২৮ জন, মারা গেছেন আরও ৩০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৮১১ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৮টি। দেশে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version