Site icon Jamuna Television

কক্সবাজারকে রেডজোন ঘোষণা, মধ্যরাত থেকে কঠোর লকডাউন

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কক্সবাজার পৌরসভাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। সেইসাথে আজ মধ্যরাত থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় আগামী ২০ জুন রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। সেই সাথে জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশনাও, নিষিদ্ধ করা হয়েছে সবধরনের গণজমায়েত। একই সময়ে বন্ধ থাকবে ব্যক্তিগত ও গণপরিবহন। তবে জরুরি সেবা এর আওতার বাইরে থাকবে।

জেলা করোনা প্রতিরোধ কমিটি জানায়, সপ্তাহে দু’দিন রোববার ও বৃহস্পতিবার কাঁচাবাজার ও খাদ্যপণ্যের দোকান সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। একই সাথে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই দিন খোলা থাকবে বলেও জানানো হয়।

Exit mobile version