Site icon Jamuna Television

পুলিশের নৃশংসতার প্রতিবাদে মেক্সিকোয় বিক্ষোভ

পুলিশের নৃশংসতার প্রতিবাদেমেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াডালাজারায় বিক্ষোভ হয়েছে।

ফেইস মাস্ক না পরায় গ্রেফতার হওয়া এক ব্যক্তির পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের আওতায় নিয়ে আসতে বৃহস্পতিবার রাস্তায় নেমে আসেন মেক্সিকানরা।

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নামের এক নিরস্ত্র যুবক পুলিশি হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর বিশ্বের বিভিন্ন শহরে ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদীরা।

এরই মধ্যে প্রতিবেশী মেক্সিকোতেও বিক্ষোভ হয়েছে।

জালিসকো রাজ্যের রাজধানীর ঐতিহাসিক কেন্দ্রে বিক্ষোভের সময় প্রাসাদসহ বিভিন্ন ভবনে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে।

এছাড়া পুলিশের বেশ কয়েকটি গাড়িতেও আগুন দিলে তা ভস্মীভূত হয়ে যায়।

বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করতে দেখা গেছে পুলিশকে।

জালিসকো শহরের গভর্নর এনরিক আলফারো এক ভিডিও বার্তায় বলেন, কেবল ফেইস মাস্ক না পরার দায়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি।

নিহত ব্যক্তিকে নিয়ে এর বাইরে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে তিনি বলেন, ছয় পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া ২২ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে জালিসকোতে কঠিন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেখানে সবাইকে ফেইস মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

তবে পুলিশি হেফাজতে নিহত ওই ব্যক্তিকে আটকের আসল কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে এক ভিডিওতে গিওভান্নি লোপেজ নামের এক ব্যক্তির কথা বলা হয়েছে। মে মাসের শুরুর দিকে পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

ফেইস মাস্ক ব্যবহার না করায় পুলিশ তাকে আটক করেছিল বলেও শোনা গেছে।

Exit mobile version