Site icon Jamuna Television

পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

ইরান চাইলে মাত্র ৫ দিনের মধ্যে তেজস্ক্রিয় উপাদান ইউরেনিয়াম ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। মঙ্গলবার দেশটির পরমাণু শক্তি কমিশনের প্রধান সালেহ আকবর সালেহি এমন মন্তব্য করলেন।

২০১৫ সালে বিশ্ব শক্তির সাথে ইরানের সই হওয়া পরমাণু চুক্তি পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র; প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের জেরে এ হুঁশিয়ারি দিলেন সালেহি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সালেহি বলেন, মাত্র ৫ দিনের মধ্যে এ সক্ষমতা অর্জন করতে পারবে তেহরান। তবে চুক্তি মেনে চলার ব্যাপারে অগ্রসর হলে এমনটা ঘটবে না বলেও আশ্বস্ত করেন এই কূটনীতিক।

চুক্তি অনুযায়ী, বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৫ শতাংশে নামিয়ে এনেছে দেশটি।

/কিউএস

Exit mobile version