Site icon Jamuna Television

স্ত্রীর পর এবার করোনা আক্রান্ত সিলেটের সাবেক মেয়র কামরান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।

বদর উদ্দিন আহমদ কামরান নিজেই এই তথ্য নিশ্চিত করে জানান, তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। এর আগে গত ২৭ মে তার স্ত্রী আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হন। স্ত্রীর করোনা শনাক্ত হওয়ায় বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষার জন্য ওসমানীর ল্যাবে নমুনা জমা দেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭টি পজেটিভ আসে। সকলেই সিলেট জেলার বাসিন্দা। আক্রান্তের তালিকায় সাবেক মেয়র  কামরানসহ বিভিন্ন বাহিনীর সদস্যরাও রয়েছেন।

আক্রান্তদের মধ্যে জকিগঞ্জের ১৮ জন, সদর উপজেলার ১৫ জন, জৈন্তাপুরের ২ জন, গোয়াইনঘাটের ১১ জন ও বিয়ানীবাজার উপজেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে। মৃত্যু হয়েছে ২৩ জনের আর সুস্থ হয়েছেন ১০৭ জন।

Exit mobile version