Site icon Jamuna Television

৬০০ কিমি. বাইসাইকেলে পাড়ি দিয়ে নতুন ক্লাবে যোগ দিলেন ফ্রেড

ছবি: সংগৃহীত

নতুন ক্লাবে যোগ দিতে অনন্য এক নজির গড়লেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেড। পুরনো ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দিতে ৬০০ কিলোমিটার পথ বাইসাইকেলে পাড়ি দিয়েছেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার।

নতুন ক্লাবে যোগ দিতে বেলো হরিজন্তে থেকে রিওডি জেনিরোতে সাইকেলে পাড়ি দেন এই স্ট্রাইকার। এরপর নতুন ক্লাবে যোগ দেবার আনুষ্ঠানিকতা সারেন ফ্রেড।

লকডাউনের এই সময়ে যানবাহনের অভাবে নয় বরং ফ্রেড সাইকেলে এই লম্বা পথ পাড়ি দিয়েছেন একটি দাতব্য সংস্থায় অর্থের যোগান দিতে।

৬০০ কিলোমিটার পথ পাড়ি দেবার পুরস্কার হিসেবে ফ্লুমিনেন্সের ৪ হাজার কর্মহীন অসহায় পরিবারে খাবার সরবরাহ করেছেন ২০১৪ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা ফ্রেড।

Exit mobile version