Site icon Jamuna Television

সতর্ক আর চেকিংয়ের মধ্যেই সীমাবদ্ধ রংপুরের গণপরিবহন ব্যবস্থা

সীমিত আকারে চালু হওয়ার ৬ষ্ঠ দিনে রংপুরে গণপরিবহন চলাচলে চেনারুপ ফিরে এসেছে। তবে সতর্ক করা আর চেকিংয়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে করোনা বিস্তাররোধ।

শনিবার সকাল থেকেই ঢাকা ছাড়াও আন্ত:জেলা, উপজেলা রুটে বিপুল পরিমাণ গণপরিবহন চলাচল শুরু করেছে। যাত্রী, চালক হেলপারসহ অন্যান্যদের স্বাস্থ্যবিধি না মানার প্রবনতাটাও বেড়েছে যথেষ্ট।

এদিকে জেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মানাতে বাস স্ট্যান্ডগুলোতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করছে। পুলিশ চেক পোস্ট বসিয়ে চেকিং করছে। কিন্তু তা শুধু থেকে যাচ্ছে সতর্ক আর চেকিংয়ের মধ্যেই। সংশ্লিষ্ট প্রশাসনের হাত থেকে রক্ষা পাওয়া মাত্রই সব কিছু হচ্ছে আগের মতোই।

Exit mobile version