Site icon Jamuna Television

করোনায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ৬৩৫ জন, মৃত্যু ৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৮৪৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ২৬ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৮৬টি। দেশে মোট ৩ লাখ ৮৪ হাজার ৬৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া নতুন সুস্থ হয়েছেন ৫২১জন। এবং মোট সুস্থ হয়েছেন ১৩৩২৫ জন।

আজ শনিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version