Site icon Jamuna Television

ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর এলাকায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

ভৈরবের কৃষক সেলিম মিয়া (৪৫) সকালে বাড়ি থেকে বের হয়ে জমিতে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। তার বাবার নাম হাছানউল্লা এবং বাড়ি ভৈরবের মেন্দিপুর গ্রামে।

কুলিয়ারচরের ছয়সূতি এলাকার হারুন মিয়ার ছেলে কামরুল ইসলাম শনিবার সকালে বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে মৃত্যুবরণ করে।

ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

টিবিজেড/

Exit mobile version