Site icon Jamuna Television

সিলেটের সাবেক মেয়র কামরানের অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি

সিলেট ব্যুরো

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, আজ সকাল ১১টার দিকে বদরউদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বমি হচ্ছে এবং জ্বর আছে। তাকে কেবিনেই রাখা হয়েছে।

এরআগে গতকাল শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

গত ২৭ মে করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন তার স্ত্রী আসমা কামরান।

Exit mobile version