Site icon Jamuna Television

৬ ঘণ্টা লাশ পড়ে আছে, এগিয়ে আসেনি আত্মীয়স্বজন

নারায়ণগঞ্জের পিসিআর ল্যাবে করােনা পরীক্ষা বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে এক মহিলা মারা গেছেন। এই ঘটনায় লাশ প্রায় ৬ ঘণ্টা ঘরের ভেতরে পড়ে ছিল, ভয়ে কোন আত্মীয়স্বজন এগিয়ে আসেনি। রাতে লাশ দাফনের ব্যবস্থা করেছে সংসদ সদস্যের গঠিত স্বেচ্ছাসেবক টিম। ওই ব্যাক্তি
শুক্রবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে মারা যান।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে ওই মহিলার মৃত্যু হলে ভয়ে আত্মীয়স্বজন ও এলাকাবাসী লাশের পাশে যাননি।

খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা তার স্বেচ্ছাসেবক টিমকে রাতে দাফনের জন্য নিহতের বাড়িতে পাঠান। পরে রাত ১২টার পর তার লাশ দাফন করে স্বেচ্ছাসেবক টিম।

স্বেচ্ছাসেবক টিমের লিডার মোঃ সানাউল্লাহ বেপারি বলেন, এমপি রাতেই নিহতের লাশ দাফনের জন্য ওই বাড়িতে পাঠান। রাত ১২টার দিকে ওই বাড়িতে গিয়ে লাশ ঘর থেকে বের করে নানাখি কবরস্থানে দাফন করা হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পর্যায়ে টিম গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে লাশ পরে থাকে, দাফনের জন্য কেউ এগিয়ে আসে না। এটা অমানবিক।

Exit mobile version