Site icon Jamuna Television

মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা খুবই সঙ্কটাপন্ন: চিকিৎসক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম- ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা খুবই সঙ্কটাপন্ন বলে উল্লেখ করেছেন চিকিৎসকেরা। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর তার চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তারা।

বিকেলে মোহাম্মদ নাসিমকে পর্যবেক্ষণের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান চিকিৎসকবৃন্দ। বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থা বিবেচনায় দুপুরেই গঠন করা হয় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড।

পর্যবেক্ষণ শেষে মেডিকেল বোর্ড প্রধান বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া জানান, বিভিন্ন অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন মোহাম্মদ নাসিম। সবশেষ মস্তিকে রক্তক্ষরণের পর পরিস্থিতি আরও জটিল হয়। অস্ত্রোপচার সফল হলেও অবস্থা শঙ্কাজনক বলেও উল্লেখ করেন তারা।

ভর্তিকৃত হাসপাতালেই তার আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান মেডিকেল বোর্ডের সদস্যরা। এর আগে সকালে মোহাম্মদ নাসিমের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তার ছেলে তানভীর শাকিল জয়।

Exit mobile version